‘ডোপ করলে খেলার উন্নতি হয় না…’দেশে ডোপিং বেড়ে চলায় ক্রীড়াবিদদের পরামর্শ নীরজের
ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম ডোপিং। ২০২২ সালে ডোপিং বা ড্রাগকাণ্ডে ভারতই সবার আগে ছিল গোটা বিশেবের ক্রীড়াবিদদের মধ্যে, এই তালিকা প্রকাশ করেছিল খোদ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডা। জানুয়ারি ২০২২ সাল থেকে ডিসেম্বর ২০২২ সালের মধ্যে ৩৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, এর মধ্যে ১২৫টি ফেরত আসে অ্যাডভার্স অ্যানালিটিকাল ফাইনিং হিসেবে। সেই রিপোর্টে দাবি করা হয়, ভারতের সেই নমুনাগুলোর মধ্যে ১০০র বেশি পজিটিভ রেজাল্ট এসেছে। ওয়াডার তালিকায় লজ্জার রেকর্ডে সামিল ভারত- ওয়াডার দ্বারা দাবি করা হয়েছে,…