বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলে ডাক পেলেন নতুন ‘হার্দিক’, রয়েছেন বাংলার তারকা ক্রিকেটারও

বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলে ডাক পেলেন নতুন ‘হার্দিক’, রয়েছেন বাংলার তারকা ক্রিকেটারও

মুম্বই: বছরের শেষের বহু কাঙ্খিত বর্ডার-গাওস্কর ট্রফির (,Border-Gavaskar Trophy) জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। টিম ইন্ডিয়ার টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন দুই তারকা হর্ষিত রানা (Harshit Rana) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ। সফরকারী রিজার্ভ ক্রিকেটারদের মধ্যে রয়েছে বাংলার মুকেশ কুমারও।

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে রয়েছেন মোট ছয় ফাস্ট বোলার ও তিন স্পিনার। রয়েছেন বাংলার জোড়া ক্রিকেটার। তবে যে বাংলার ক্রিকেটারের নাম দেখার জন্য সবথেকে বেশি প্রত্যাশা ছিল, তিনি নেই। কথা হচ্ছে মহম্মদ শামির। আগেই রোহিত শর্মা জানিয়েছিলেন হাফ ফিট শামিকে নিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে না। শামি অজ়িদের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন, এই সিরিজ়কেই তিনি পাখির চোখ করে এগোচ্ছেন বলে বাংরবার একাধিক রিপোর্টে দাবি করা হলেও, তিনি যথাসময়ে সুস্থ হতে পারলেন না। বাংলা থেকে এই সফরে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের পাশাপাশি সুযোগ পেয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করা অভিমন্যু ঈশ্বরণ।

তবে শামির প্রত্যাবর্তন না ঘটলেও, দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে দলে ফিরলেন আরেক ফাস্ট বোলার। তিনি প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক ঘটানোর পর চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারেননি প্রসিদ্ধ। তবে দলীপ ট্রফিতে নজর কেড়েছিলেন কর্ণাটকের ফাস্ট বোলার। তিনি অবশেষে কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটালেন। প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেলেন কেকেআর তারকা হর্ষিত রানা। নীতীশ কুমার রেড্ডির সুযোগ পাওয়াটা অবশ্য খুব একটা বিস্ময়ের নয়।

অস্ট্রেলিয়ার মাটিতে ফাস্ট বোলিং অলরাউন্ডার যে কোনও দলের অপরিহার্য অঙ্গ। দিনকয়েক আগে হার্দিক পাণ্ড্যকে লাল বলে অনুশীলন করতে দেখে অনেকেই তাঁর টেস্টে ফেরার আশা করলেও, তাঁর শরীর টেস্ট ম্যাচের ধকল নিতে তৈরি নয় বলে দাবি করে একাংশ। হার্দিকের মতোই ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে তাই অস্ট্রেলিয়া সফরে দলে ডেকে নেওয়া হল। অপরদিকে, কুলদীপ বর্তমানে নিউজ়িল্যান্ড সিরিজ়ে টিম ইন্ডিয়ার অঙ্গ হলেও, এই সিরিজ় শেষেই তিনি দীর্ঘমেয়াদি চোট সারাতে এনসিএ-তে যাবেন। সেই কারণেই তিনি নির্বাচিত হওয়ার দৌড়েই ছিলেন না বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়।

(Feed Source: abplive.com)