Turkey-Syria Earthquakes: ১৭০ ঘণ্টা পরে মৃতের সংখ্যা ৩৫০০০ পেরোল, হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যে চলছে উদ্ধারকাজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০০ পেরোল, হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যে দাঁতে দাঁত চেপে চলছে উদ্ধারকাজ। বাতাসে শীতের কামড়, বিষাদ আর কান্নার জমাট পাহাড় প্রতিটি ধ্বংসস্তূপের সঙ্গে অদৃশ্য ভাবে মিশে আছে। যাঁরা বেঁচে আছেন, তাঁরা আধমরা বা তার চেয়েও খারাপ অবস্থায় বেঁচে আছেন। সাতদিন খেতে পাননি। যাঁরা সৌভাগ্যবশত একেবারে অক্ষত অবস্থায় আছেন, তাঁরা প্রিয়জন হারিয়েছেন। গোটা দেশে খাবারদাবার নেই। খিদের কান্নায় ভারী হয়ে আছে সিরিয়া-তুরস্কের বাতাস। সকলকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চলছে। প্রথম দুটি কম্পনের পরে ১৭০…