বক্স অফিসে খরা কাটল কঙ্গনার! দ্বিতীয় দিনে কত লক্ষ্মীলাভ হল ইমারজেন্সির?
সদ্যই মুক্তি পেয়েছে ইমারজেন্সি। কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবিটি যেমন একদিকে বিতর্ক উসকে দিয়েছে তেমনি আরেক দিকে দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি। দুদিনে মোট কত কোটির ব্যবসা করল এই ছবি? দ্বিতীয় দিনে কত আয় করল ইমারজেন্সি? সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে দ্বিতীয় দিন কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৪ লাখ টাকার ব্যবসা করেছে। প্রথম দিন এই ছবিটি ২ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে। প্রথম…