Fever: সাধারণ জ্বর না ম্যালেরিয়া, ডেঙ্গু নাকি টাইফয়েড? লক্ষণ দেখে কী ভাবে চিনবেন? পরামর্শ দিলেন চিকিৎসক
কিছু লক্ষণ দেখে অবশ্য বোঝা যায় জ্বরের প্রকৃতি৷ কীভাবে জ্বরের লক্ষণ দেখে চিনবেন সাধারণ জ্বর নাকি অন্য ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েড তা শেখালেন অ্যাপোলো হসপিটালের জেনারেল মেডিসিন কনস্যালট্যান্ট ড: ভরত আগরওয়াল৷ ম্যালেরিয়া ১.জ্বর- জ্বর যদি বেশি হয়, তা ম্যালেরিয়ার লক্ষণ হতে পারে৷ এক্ষেত্র ৫৮-৭২ ঘণ্টা অন্তর জ্বর বাড়ার প্রবণতা বা স্পাইক দেখা দেবে৷ ২. ফ্লুয়ের লক্ষণ- ম্যালেরিয়ার লক্ষণ একেবারে সাধারণ ফ্লুয়ের মত হয়৷ মাথাধরা, পেশির যন্ত্রণা, বমি বমি ভাব ইত্যাদি ৩.কাঁপুনি- ম্যালেরিয়া হলে প্রতি জ্বরের সঙ্গে কাঁপুনি হওয়া হতে…