শুল্ক দিতে হবে পেঙ্গুইনদেরও? জনমানবহীন এই দ্বীপপুঞ্জের ঘাড়েও Tariff চাপালেন ট্রাম্প
নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন ঘটিয়েই শুল্কযুদ্ধে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, চিন-সহ বিশ্বের তাবড় দেশের উপর শুল্কের পাল্টা শুল্ক চাপিয়েছেন তিনি। তাঁর শুল্কের খাঁড়া থেকে রক্ষা পেল না ভারত মহাসাগরের জনশূন্য Heard and McDonald দ্বীপপুঞ্জও। আন্টার্কটিকার কাছাকাছি, ভারত মহাসাগরের উপর অবস্থিত Heard and McDonald দ্বীপপুঞ্জের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। কিন্তু সেই শুল্ক মেটাবে কে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দ্বীপের বাসিন্দা বলতে পেঙ্গুইন ও পাখির দল। সম্পত্তি বলতে হিমবাহ। সেখান থেকে কী ভাবে শুল্ক আদায় করবে আমেরিকা,…