‘হেমা মালিনী মুসলিম, জগন্নাথ মন্দিরে ঢুকলেন কেন?’, পুরীতে দায়ের FIR, গ্রেফতারির দাবি
নয়াদিল্লি: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ নিয়ে এবার বিতর্কে বিজেপি-র তারকা সাংসদ হেমা মালিনী। তিনি ‘বেআইনি’ ভাবে মন্দিরে প্রবেশ করেছেন বলে অভিযোগ। সেই নিয়ে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হল মথুরার বিজেপি সাংসদ হেমার বিরুদ্ধে। এবছর দোলযাত্রা উদযাপনের জন্য ওড়িশাকেই বেছে নেন হেমা। পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনেও যান। সেই নিয়েই জোর বিতর্ক বিজেপি শাসিত ওড়িশায়। (Hema Malini) জগন্নাথ ধামে এবছর দোল উদযাপন করেন হেমা। বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রর সঙ্গে পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে যান তিনি। সেখানে রং বা আবিরের পরিবর্তে…