‘কাশ্মীরি পণ্ডিতদের অভিশাপের ফল’, দিল্লিতে BJP জিততেই কেজরিওয়ালকে নিশানা করলেন অনুপম খের
নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি পরাজিত হওয়ার পর কটাক্ষ, বিদ্রুপে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। সেই আবহেই অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করলেন অভিনেতা অনুপম খের। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে যে মন্তব্য করেছিলেন কেজরিওয়াল, তাঁকে তারই ফল ভুগতে হল বলে দাবি অভিনেতার। (Anupam Kher on Arvind Kejriwal) শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। আর তাতে হ্যাট্রিকের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে কেজরিওয়ালের। তাঁর দলকে হারিয়ে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতাদখল করতে চলেছে বিজেপি। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালকে নিশানা করলেন অনুপম। (Delhi Elections 2025)…

