Taslima Nasrin: ‘জিহাদিদের হুমকিও নয়, প্রকাশককেই গ্রেফতার! এই লজ্জা মহম্মদ ইউনূসের’, বিস্ফোরক তসলিমা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমর একুশে বইমেলার তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে একটি স্টলে হামলার ঘটনা ঘটেছে। এসময় ওই বইয়ের প্রকাশককে করা হয়েছে লাঞ্ছিত। উত্তেজনার মুখে স্টল বন্ধ করে দেওয়ার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই প্রকাশককে। নজরবন্দি বাংলাদেশের অভিনেত্রী ও প্রকাশক সনজানা মেহেরান। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১২৮ নম্বর সব্যসাচী স্টলে এ হামলা হয়, হামলাকারীদের মাথায় টুপি এবং পরনে ছিল পাজামা-পাঞ্জাবী। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, নিষিদ্ধ নয় এমন বই প্রদর্শনে কোনও ধরনের বাধা…