উন্মত্ত ভিড়ের কাছে তাড়া খেয়ে খালে ঝাঁপ, বাংলাদেশে বেঘোরে মৃত্যু হিন্দু যুবকের
নয়াদিল্লি: বাংলাদেশে ফের বেঘোরে মৃত্যু সংখ্যালঘু হিন্দুর চোর সন্দেহে তাঁকে তারা করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেন ওই ব্যক্তি। পরে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর পর পর হামলার ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনা তাতে নয়া সংযোজন। (Hindu Man Dies in Bangladesh) মঙ্গলবার নবগাঁও থেকে এই ঘটনা সামনে এসেছে। ২৫ বছর বয়সি মিঠুন সরকার মারা গিয়েছেন। বাংলাদেশের মিহাদেবপুরের নবগাঁওয়ের ভাণ্ডারপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মিঠুনের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। উন্মত্তদের একটি ভিড়…





