সময় কাটাতে চান পিয়ার সঙ্গে, মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন পরমব্রত
কলকাতা: টলিউড থেকে বলিউড, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত পরিচালক অভিনেতা তিনি। কখনও কাজ করছেন টলিউডে, পরিচালনা বা অভিনয়, কখনও আবার অভিনয় করতে পাড়ি দিচ্ছেন আরব সাগরের পাড়ে। মুম্বইয়ে। একদিকে যেমন ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee The Bengal Chapter) ওয়েব সিরিজের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি, তেমনই মুক্তির অপেক্ষায় তাঁর নতুন বাংলা ছবি ‘কিলবিল সোস্যাইটি’ (Killbill Sociaty)। তবে এ তো গেল কাজের কথা, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁর। বাবা হতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। মা হতে চলেছেন স্ত্রী…