পর্দা থেকে দূরে, ব়্যাম্পে হাঁটার ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের শিকার এনা সাহা
কলকাতা: আপাতত তিনি সামান্য বিরতি নিয়েছেন ছবির কাজ থেকে। তবে গ্ল্যামার দুনিয়া থেকে কখনোই সরে থাকেননি অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha)। সম্প্রতি একটি ফ্যাশন শো-এ হেঁটেছিলেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী। কী প্রতিক্রিয়া হল তাঁর? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা গিয়েছে এনা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ব্যাঙ্গালোর ফ্যাশন উইকের ব়্যাম্পে হেঁটেছেন এনা, তাঁর পরণে ছিল বেগুনি ও লালের কম্পিনেশনে একটি পশ্চিমি পোশাক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করতেই ধেয়ে এল কটাক্ষের ঝড়। অনেকে…