জ্বালাপোড়া গরমে ঝাড়খণ্ডে দেব! রঘু ডাকাতের দ্বিতীয় শিডিউল শুরুর আগে কী ঘটালেন?
রঘু ডাকাত হয়ে বড় পর্দায় ধরা দিতে আসছেন দেব। সদ্যই অভিনেতা এবং ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে এই ছবিটির শ্যুটিংয়ের ফার্স্ট শিডিউল শেষ হয়েছে। এবার পালা দ্বিতীয় শিডিউলের। তার আগে আপডেট দিয়ে কী জানালেন অভিনেতা? রঘু ডাকাত নিয়ে কী আপডেট দিলেন দেব? এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর টিমকে নিয়ে রয়েছেন একটি ধূধূ প্রান্তরে। পিছনে কিছু ছোট বড় টিলা, ছোটখাটো ঝোপঝাড়, খেজুর গাছ দেখা যাচ্ছে। আর তারই মাঝে তাঁরা…