KillBill Society Poster Controversy: ‘অবসাদ’-বিতর্কের জেরে ‘অসংবেনশীল’ প্রচারে লাগাম, সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ বাঁচার জন্য…
নবনীতা সরকার: সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’র বিতর্কিত পোস্টার অবশেষে সরিয়ে নেওয়া হল। সঙ্গে সেই অপ্রাসঙ্গিক ফোন নম্বরটি যা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, তা সরিয়ে সেখানে একটি স্বেচ্ছ্বাসেবী সংগঠনের ফোন নম্বর দেওয়া হয়েছে যারা যে কোনও ধরনের মানসিক বিপন্নতায় পাশে দাড়াঁতে পারে। ২৬ মার্চ বুধবার সর্বপ্রথম জি় ২৪ ঘন্টা ডিজিটাল ব্রেক করেছিল এই অসংবেদনশীল পোস্টারের খবর। এরপরই প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে সিদ্ধান্ত নিয়ে ওই নম্বরের সঙ্গে একটি মানসিক স্বাস্থ্য সংগঠনের লিঙ্ক যোগ করা হয়। কিছুদিন ধরেই ই.এম বাইপাস এবং শহরের…