সৃজিতের নতুন ছবিতে বারো চমক, প্রথম ঝলক রইল
কলকাতা: এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সদ্য় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ দর্শকদের উপহার দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তবে তাঁর ঝুলি কখনোই খালি থাকার নয়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাঁর নতুন ছবির শ্যুটিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির লুকও। আগামী বছর, ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবি। আর আজ প্রকাশ্যে এল, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Shotyi Bole Shotyi Kichhu Nei) -এর প্রথম পোস্টার। ২৩ জানুয়ারি, ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। ছবিটিতে মোট ১২ জন নামজাদা অভিনেতা…