‘মেঘনা’ কোয়েল নাকি কৌশানী কাকে হ্যান্ডেল করা বেশি কঠিন? যা বললেন পরমব্রত
‘হেমলক সোসাইটি’ মুক্তির ১৩ বছর পর এই ছবির সিক্যুয়াল ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং। এদিন ছবিতে কৌশানীর অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পরমব্রতকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ‘আনন্দ কর’ ওরফে ‘মৃত্যুঞ্জয় কর’-এর ভূমিকায় ফের নতুন করে নজরকাড়েন পরমব্রত চট্টোপাধায়। তবে তাঁর বিপরীতে পূর্ণা আইচের চরিত্রে কৌশানী মুখোপাধ্যায়ও কিছু কম যান। ছবির প্রিমিয়ারে তেমনটাই দাবি করলেন পরম। তাঁর থেকে জানতে চাওয়া হয় হেমলকের ‘মেঘনা’ (কোয়েল মল্লিককে এই চরিত্রে দেখা গিয়েছিল) নাকি কিলবিলের ‘পূর্ণা’…