আমার মাতৃসত্তাটা খুব কাছ থেকে দেখেছে সৃজিত, তাই ভেবেছে আমিই সঠিক ইরা : স্বস্তিকা

আমার মাতৃসত্তাটা খুব কাছ থেকে দেখেছে সৃজিত, তাই ভেবেছে আমিই সঠিক ইরা : স্বস্তিকা

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর.. ছবির চিত্রনাট্য লিখে হামেশাই তাঁকে পাঠান পরিচালক। ঠিক সেভাবেই ২০২১ সালে পাঠিয়েছিলেন ‘টেক্কা’ (Tekka)-র চিত্রনাট্য। সেই সময়ে, চিত্রনাট্য পরে নিজেকে অন্য চরিত্রের জন্য ভেবেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পরবর্তীতে, সেই ছবি যখন বাস্তবায়িত হয়.. স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেন অন্য চরিত্রে ভেবেছিলেন সৃজিত মুখোপাধ্যায়? ‘টেক্কা’-তে স্বস্তিকার চরিত্রটা ঠিক কেমন? এবিপি লাইভ বাংলায় (ABP Live Bangla)-তে ‘টেক্কা’ আর ‘টেক্কা’-র ইরার চরিত্র নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কীভাবে ‘টেক্কা’-র অফার এসেছিল স্বস্তিকার কাছে? অভিনেত্রী বলছেন, ‘সৃজিতের সঙ্গে আমার সম্পর্কটাই তেমন না যে ও আমায় ফোন করে চরিত্র অফার করবে। সৃজিত এমনই কোনও চিত্রনাট্য লিখলে আমায় পাঠায়.. আমি পড়ে মতামত দিই। যে চরিত্রটা আমায় বেশি মন দিয়ে পড়তে বলে, পড়ি। এভাবেই আমার কাছে ‘টেক্কা’-র চিত্রনাট্যটা এসেছিল ২০২১ সালে। তখন মনে হয়েছিল, আমি মায়ার চরিত্রটা করব। পরে যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে এই কাজটি করার কথা হয়, শুনলাম রুক্মিণী মায়ার চরিত্রটা করছে। আমার মনে হয়েছিল ও আমার থেকে অনেক বেশি ফিট। কাজেই ওকে বেশি ভাল মানাবে।’

ইরার চরিত্রে সৃজিত কেন বেছেছিলেন স্বস্তিকাকে? অভিনেত্রী বলছেন, ‘ইরা একটা অন্যরকম মা। যখন ‘টেক্কা’ নিয়ে সৃজিতের সঙ্গে আলোচনা হচ্ছে, ও আমায় বলেছিল, ‘তুমি এই মায়ের চরিত্রটা এক্কেবারে সঠিকভাবে করতে পারবে। আসলে অনেকদিন ধরে পরিচিতি থাকার কারণে আমার মধ্যে যে মাতৃৃসত্তা রয়েছে, সন্তানকে নিয়ে যে আবেগ রয়েছে সেটা ও স্বচক্ষে দেখতে পেয়েছিল। ও ভেবেছিল ওই মাতৃসত্ত্বাকে জাগাতে পারলেই ইরাটা হয়ে যাবে। আমার মনে হয়েছিল, পরিচালকেরও মনে হয়েছিল আমার থেকে ভাল ইরাটা কেউ করতে পারবে না। ‘নিখোঁজ’-এ আমি পুলিশের চরিত্র একবার করে ফেলেছি। আমার মনে হয়েছিল ইরা এক অন্য ধরণের মা। আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ ছিল ইরা। আশা করি দর্শকদের ভাল লাগবে।’

(Feed Source: abplive.com)