Reliance Jio: সেনা দিবসের আগে ইন্ডিয়ান আর্মিকে বিশেষ উপহার রিলায়েন্সের! সিয়াচেনে বসছে 4G এবং 5G নেটওয়ার্ক
Reliance Jio: রিলায়েন্স ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে কারাকোরাম পর্বতমালায় ১৬,০০০ ফুট উচ্চতায় 4G ও 5G সংযোগ নিশ্চিত করা সম্ভব হয়েছে, যেখানে তাপমাত্রা -৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় সেনা দিবসের আগে ইন্ডিয়ান আর্মিকে বিশেষ উপহার রিলায়েন্সের! সিয়াচেনে বসছে 4G এবং 5G নেটওয়ার্ক লাদাখ: আসন্ন সেনা দিবসের (১৫ জানুয়ারি) আগে ভারতীয় সেনাকে বিশেষ উপহার রিলায়েন্স জিও-এর। সিয়াচেন হিমবাহে এবার 4G এবং 5G নেটওয়ার্ক সংযোগ বসতে চলেছে। সেনাবাহিনীর সিগন্যালারদের সহযোগিতায় রিলায়েন্স জিও এই প্রতিকূল অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদানকারী প্রথম টেলিকম…