৫..৬..৭ ঘণ্টা..! এসি একটানা কতক্ষণ চালানো যায়? বারবার অন-অফ করেন নাকি?
Air Conditioner care tips- একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে। মার্চের শেষেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। এবারও কি রেকর্ড গরম পড়বে! আবহাওয়া দফতরের পূর্বাভাস তো তাই বলছে। অনেকে আবার বলছেন, এসি এখন মানুষের জীবনে প্রয়োজনীয় একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে। ইনভার্টার ও নন-ইনভার্টার-এই দুই ধরণের এসি বাজারে বিক্রি হচ্ছে। যে যার প্রয়োজনমতো বেছে নিচ্ছেন। বহু সংস্থার মডেল বাজারে…