কুলারের ওয়াটার পাম্প কাজ করছে না? মাত্র ৫ টাকায় নিজেই করে নিন মেরামত
গ্রীষ্মের দহন শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। প্রায় সমস্ত ঘরেই চলছে এসি বা কুলার। তবে ভারতের বেশিরভাগ বাড়িতেই এসি নেই। সেখানে একমাত্র উপায় কুলার। গরম পড়ার আগেই কুলার সার্ভিসিং করা দরকার। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, কুলারে ওয়াটার পাম্প নষ্ট হয়ে যায় শীতকালে না ব্যবহার করার ফলে। এই অবস্থায়, কী করা যেতে পারে! অনেক সময়ই পাম্প বদলে ফেলার কথা ভাবা হয়। কিন্তু তা না করে, খুব সহজেই মেরামত করে ফেলা যায়। এয়ার কুলারের কুলিং প্যাডে জল সরবরাহ করতে…