সাবধান! WhatsApp, Instagram, Facebook…রমজান উপলক্ষে ফাঁদ পেতেছে প্রতারকরা, ছোট্ট ভুলেই খোয়া যাবে লক্ষ লক্ষ টাকা
ফেক চ্যারিটি স্ক্যাম: পবিত্র রমজান মাসে বহু মানুষই সেবামূলক কাজের জন্য দান-ধ্যান করে। দরিদ্র বা পিছিয়ে পড়া শ্রেণীর পাশে থাকেন অনুদান দিয়ে। এরই সুযোগ নিয়ে প্রকারকরা ভুয়ো ডোনেশন ওয়েবসাইট বানাচ্ছে। WhatsApp, Instagram এবং Facebook-এ বৈধ প্রতিষ্ঠানের নকল অ্যাকাউন্ট বানিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে। কীভাবে এটি কাজ করে? ১. গ্রাহকদের কাছে ইফতারের খাবার, অনাথদের সাহায্য অথবা চিকিৎসামূলক সাহায্যের জন্য অনুদান দিতে মেসেজ পাঠানো হচ্ছে। ২. লিঙ্কে ক্লিক করলেই তা গ্রাহকদের নিয়ে যাচ্ছে ভুয়ো ওয়েবসাইটে। যা দেখতে অনেকটা পরিচিত এনজিও-র ওয়েবসাইটের…