১..২..৩.., জন্ম তারিখ! ‘দুর্বল’ পাসওয়ার্ড কোনগুলো? না জানলেই হবে ‘ডিজিটাল চুরি’

১..২..৩.., জন্ম তারিখ! ‘দুর্বল’ পাসওয়ার্ড কোনগুলো? না জানলেই হবে ‘ডিজিটাল চুরি’

NordPass এই প্রসঙ্গে একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে ভারতে সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা। যা কয়েক মুহূর্তের মধ্যে বুঝে ফেলা সম্ভব।

সমাধানে পৌঁছতে NordPass ডার্ক ওয়েব-সহ একটি বিশাল ২.৫ টিবি ডেটাবেস পর্যালোচনা করেছে। এরপর তারা দেশের ভিত্তিতে তা ভাগ করেছেন। NordPass-এর ব্যবহার করা বেশিরভাগ পাসওয়ার্ডই ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করা হয়েছে।

কোন কোন পাসওয়ার্ড সবথেকে খারাপ?

আরও একবার বিশ্বের সবথেকে খারাপ বা দুর্বল পাসওয়ার্ডের তকমা লাভ করেছে 123456। আসলে বরাবরের মতো এই পাসওয়ার্ড সবথেকে সাধারণ পাসওয়ার্ডের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে। যদিও বহু ব্যবহারকারীরা password শব্দটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন। ফলে এটি সবথেকে খারাপ পাসওয়ার্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

এবার দেখে নেওয়া যাক, সেই ২০টি পাসওয়ার্ডের তালিকা, যা ভুল করেও ব্যবহার করা চলবে না। কারণ এই পাসওয়ার্ডগুলি বুঝতে হ্যাকারদের বিশেষ বেগ পেতে হয় না।

ভারতে ব্যবহৃত সবথেকে সাধারণ ২০টি পাসওয়ার্ড:

১. 123456

২. password

৩. lemonfish

৪. 111111

৫. 12345

৬. 12345678

৭. 123456789

৮. admin

৯. abcd1234

১০. 1qaz@WSX

১১. qwerty

১২. admin123

১৩. Admin@123

১৪. 1234567

১৫. 123123

১৬. welcome

১৭. abc123

১৮. 1234567890

১৯. india123

২০. Password

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার উপায়:

১. পাসওয়ার্ড জটিল হওয়া আবশ্যক। এর অর্থ হল, পাসওয়ার্ডে অ্যালফাবেট, স্পেশাল ক্যারেক্টার এবং নম্বর থাকা আবশ্যক।

২. সব সময় পাসওয়ার্ড দীর্ঘ হওয়া উচিত। কম করে ১০ অঙ্কের পাসওয়ার্ড হতে হবে।

৩. কোনও সিকোয়েন্সে পাসওয়ার্ড রাখা চলবে না। 12345… অথবা asdfgh অথবা abcde – এরকম পাসওয়ার্ড রাখা চলবে না।

৪. সাধারণ শব্দ এবং শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়।

৫. নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল ইত্যাদির মতো ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে রাখা চলবে না।

৬. প্রত্যেক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করা চলবে না।