‘আমাদের আটকাচ্ছেন কেন? মাস মাইনের জন্য এসব করছেন?’, পুলিশের সঙ্গে তুমুল বচসা শ্রীলেখার
শিবাশিস মৌলিক, কলকাতা : কসবাকাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত মিছিল ছিল অভয়া মঞ্চের। গড়িয়াহাট থেকে মিছিল শুরু হয়েছিল সুষ্ঠুভাবেই। তবে মিছিল লেক মলের সামনে পৌঁছতেই বাঁধল গোল। মিছিল আটকায় পুলিশ। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁদের কাছে অনুমতি নেই মিছিল আর এগোতে দেওয়ার। যা আন্দোলন করার ওখানেই করতে হবে। এদিনের অভয়া মঞ্চের মিছিলে ছিলেন সিনিয়র চিকিৎসকদের অনেকেই। তাঁদের মধ্যে থেকে তমোনাশ চৌধুরী পুলিশের সঙ্গে কথা বলতেও যান। কিন্তু পুলিশ সাফ জানিয়ে দেয়, মিছিল এগোতে দেওয়া যাবে না,…









