‘১০ টাকা পাঠিয়ে দেবেন,যতটা সামর্থ্য…’, ফ্যানেদের কাছে কেন এমন আর্জি ‘আর্য’ জিতুর
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে আলোচনা কেন্দ্রবিন্দুতে জিতু কমল। জি বাংলার চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রায় হিসাবে জিতু যে ভালোবাসা পেয়েছেন তা সত্যিই বিরল। ইন্ডাস্ট্রিতে দেড় দশকেরও বেশি সময় কাজ করেছেন, ছোটপর্দা-বড়পর্দায় অভিনয় করেছেন। কিন্তু এএসআর চরিত্রটা জিতুর কেরিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ‘অপারাজিত’-র পর। সম্প্রতি সিরিয়ালের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে টক অফ দ্য টাউন তিনি। সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর পর ইউটার্ন নিয়ে ফিরেছেন নায়ক, ওদিকে বেঁকে বসেছেন নায়িকা। দিতিপ্রিয়া এই সিরিয়ালের অংশ থাকবেন কিনা,…


)







