Jeetu Kamal-Ditipriya Roy: বড় খবর! NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া! জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ হয়ে কাজ বন্ধ নায়িকার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর ‘ভবিতব্য’ কী? চিত্রনাট্য যেমন নায়ক-নায়িকা আর্য-অপর্ণাকে আলাদা হতে দেবে না, বাস্তব পরিস্থিতিও কি তেমনই হবে? জীতু কমল (Jeetu Kamal) ও দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ঝামেলা এখন স্টুডিওপাড়ার চর্চিত টপিক। বৈঠকের মাধ্যমে দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। পর্দায় আর্য কামব্যাক করতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার। দুজনের মধ্যে তিক্ততা এতটাই বেড়ে গিয়েছে যে শুটিংয়েও নাকি সমস্যা দেখা দিয়েছে বলে খবর। এদিন লাইভেও জিতুকে বলতে শোনা যায়, বীতশ্রদ্ধ হয়ে ছেড়ে দিয়েছিলেন…

)
