Aparna-Anjan: খাদের ধারের রেলিংটায় আটকে জীবন, দাম্পত্য-সখ্যের ‘পরম’ কথকতায় নরম আলো…
নবনীতা সরকার: ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয়…’ শঙ্খ ঘোষের এই অমোঘ কবিতা বিপুল জনপ্রিয়। সম্পর্কের ছায়াছবি দেখতে বসলে, এই ভাঙনের যুগেও টিকে যাওয়া আর থেকে যাওয়া সম্পর্কগুলো মনে অনুরণন তোলে। বাংলায় এর আগে দাম্পত্যের ছবি হয়েছে। কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)পরিচালিত ‘এই রাত তোমার আমার’ দর্শকের মনে মুগ্ধতা ছাডাও কিছু প্রশ্ন রেখে গেল। অভ্যাস নাকি ভালোবাসা? সম্পর্কে কোনটা থাকে? কীসের তাড়নায় একসঙ্গে থেকে যায় ৫০টি বসন্ত একসঙ্গে পার করা সত্তরোর্ধ্ব দম্পতি?…









