Rupam Islam-Samidh Mukherjee: ‘রূপম ইসলামের মতো শিল্পী খুব কম’, প্রশংসায় পঞ্চমুখ পুরনো বন্ধু সমিধ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই বন্ধুর বন্ধুত্ব বহু বছরের। কিন্তু সিনেমার জন্য কাজ করে হয়ে ওঠেনি একে অপরের সঙ্গে। এবারে সেই সুযোগটা হল সমিধ মুখার্জি ও রূপম ইসলামের। আতিউল ইসলাম পরিচালিত আগামী ছবি “দানব” এর গানে জুটিতে আসছেন সমিধ মুখার্জি ও রূপম ইসলাম। স্টুডিওতে দুজনে অনেকটা নস্টালজিক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পিয়ার খান ও রূপসা মুখোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, হিয়া রায়, অনিন্দিতা সোম। কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল গানের রেকর্ডিং। শিল্পী…