সৌরভের হাত ধরে নতুন শুরু প্রযোজক যিশুর! পয়লা বৈশাখে হল বড় ঘোষণা
পয়লা বৈশাখে হল বড় ঘোষণা। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে শুরু করলেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ (Why So Serious Films)। এর সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাটও। ক্রিকেট খেলার মাঠে একে অপরের সাথী, আর এবার ব্যবসায় পার্টনার। জানা যাচ্ছে যে, সিনেমা থেকে গান, বিনোদনের সমস্ত কিছু দর্শকরা উপহার পাবেন এই সংস্থা থেকে। যিশু তাঁর নতুন এই ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ সংস্থা প্রসঙ্গে জানালেন, ‘আমি আর সৌরভ দুজনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি৷ সৌরভই প্রস্তাব দেয়। দুজন…