Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মেয়ের জন্মের পরেই ঘিরে ধরেছিল অবসাদ, রোজ একা বসে কাঁদতেন নীলাঞ্জনা!
মেয়ের জন্মের পরেই ঘিরে ধরেছিল অবসাদ, রোজ একা বসে কাঁদতেন নীলাঞ্জনা!

  কলকাতা: বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। স্বামী যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র সঙ্গে ছাদ আলাদা হয়েছে তাঁর। দুই মেয়ে সারা এবং জারার সঙ্গেই এখন সময় কাটে অভিনেত্রীর প্রযোজক নীলাঞ্জনার। তবে সদ্য একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অন্তঃসত্ত্বা থাকার সময় ও তাঁর পরে তাঁর অবসাদের কথা। মুখ খুলেছেন, বিয়ের পরে প্রথম মা হওয়া, মেয়েকে নিয়ে সময় কাটানো ও অবসাদ নিয়ে।  সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেন, ‘বিয়ের আগে আমি ব্রুক শিলডস দেখেছিলাম, ওপেরা উইনফ্রে শো-তে। সেই সময়ে সেখানেই শুনেছিলাম, উনি প্রসবোত্তর…

Read More