Celebrity Stylist Sandy: ব্রেন টিবিতে হারিয়েছেন স্মৃতি! খোঁজ রাখেননি তারকারা, অর্থকষ্টে ভুগছেন স্টাইলিস্ট স্যান্ডি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় টলিউডের (tollywood) তারকাদের পছন্দের স্টাইলিস্ট (Stylist) ছিলেন সন্দীপন ঘোষাল, যিনি স্যান্ডি (Sandy) নামেই পরিচিত। দেবশ্রী রায় থেকে কোয়েল (Koel), নুসরত (Nusrat), মিমির (Mimi) সঙ্গে প্রায়ই ফ্রেমবন্দি হতে দেখা যেত তাঁকে। ড্রেস থেকে শুরু করে মেকআপ তিনিই স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দিতেন তারকাদের। তবে আচমকাই একদিন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান স্যান্ডি। তারকাদের প্রিয় স্যান্ডি গেলেন কোথায়? কেউ খবর রাখেননি। আচমকাই সম্প্রতি অভিনেত্রী বিয়াস বসু (Beas Basu) জানালেন স্যান্ডির ঠিকানা। ফ্যাশনেবল স্যান্ডি দেখে চেনা দায়!…










