Haranath Chakraborty: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হরনাথ চক্রবর্তী? মৃত্যুর গুজবে বিরক্ত পরিচালক…
জি ২৪ ঘণ্টা ডি়জিটাল ব্যুরো: ক্যানসারে আক্রান্ত হয়ে নাকি প্রয়াত হয়েছেন বাংলা ছবির জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty), ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। আচমকাই শোকে ভেঙে পড়েন সিনেমাপ্রেমীরা, হইচই পড়ে যায় টলিউডে (Tollywood)। সম্প্রতি প্রয়াত হয়েছেন হরনাথ চক্রবর্তীর স্ত্রী। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন, কিন্তু আর শেষরক্ষা হয়নি। গত মঙ্গলবার তিনি চলে গিয়েছেন। এরপরেই শনিবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এটি পুরোটাই মিথ্যে প্রচার। একটি ইউটিউব চ্যানেল এই গুজব ছড়ায়। পরিচালক…