‘পাঁচ বছর পর আবার অন্য মহিলার সঙ্গে…’, কাকে কটাক্ষ করলেন শকুন্তলা?
টলিপাড়ায় কান পাতলেই এখন ভাঙনের শব্দ। শুধু সদ্য বিবাহিত দম্পতিরাই নন, বহু বছর ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন এমন সব তারকা জুটির সম্পর্কও অহরহ ভেঙে যাওয়ার খবর শোনা যায়। তার পাশাপাশি এও চোখে পড়ে যে কিছু দিনের মধ্যে সম্পর্কে এসে কেউ বিয়ে করছেন। আবার সেই বিয়ে সব ক্ষেত্রেই খুব সুখের হচ্ছে তেমনটা নয়। ফলে মাঝে মাঝে সঙ্গী বদলে যেতে দেখা যায়। আর এবার সেই নিয়েই দিদি নম্বর ওয়ানের মঞ্চে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকার…










