‘৩৫ বছর হয়ে গেল…’, দিদির মঞ্চে সেরা ডোনা, এপিসোড নিয়ে কী মত ‘পজেসিভ বর’ সৌরভের?

‘৩৫ বছর হয়ে গেল…’, দিদির মঞ্চে সেরা ডোনা, এপিসোড নিয়ে কী মত ‘পজেসিভ বর’ সৌরভের?

দীর্ঘ ১৫ বছরে দিদি নম্বর ১-এর মঞ্চে আসেননি ডোনা গঙ্গোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর জন্য অবশেষে রচনার শো-তে দর্শন দিলেন সৌরভ ঘরণী। আর শুধু কী দর্শন দিলেন? নাচে-কথায় এবং খেলায় জমালেন আসল। শুধু নৃত্যশিল্পী হিসাবে তিনি সুদক্ষ তাই নয়, গৃহিণী হিসাবেও একদম নিপুণ তার প্রমাণ দিয়েছেন ডোনা।

বউ রান্না জানে না, বছর কয়েক আগেও এমন অভিযোগ করতেন সৌরভ। দাদাকে ফের ‘ঢপবাজ’ প্রমাণ করে ডোনা গোল রুটি বেলে দেখিয়েছেন দিদি নম্বর ১-এ। এপিসোড শেষে দিদি নম্বর ১ তিনিই। এপিসোড জুড়ে সৌরভকে নিয়ে মমতার সামনেই হাটে হাঁড়ি ভেঙেছেন ডোনা। দাদাগিরির মঞ্চে বউকে নিয়ে নানান মন্তব্য করে থাকেন সৌরভ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ডোনা।

প্রথমবার দিদি নম্বর ১-এ যোগদানের অভিজ্ঞতা থেকে বউয়ের অংশগ্রহণ নিয়ে সৌরভের মতামত, সব নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন ডোনা। তিনি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। সকলের সঙ্গে একমঞ্চে খেলতে পারাটা দারুণ একটা পাওনা। প্রথমবার গিয়ে আরও ভালো লেগেছে। এটা আমরা কেউই প্রতিযোগীতা হিসেবে নিইনি। মনের আনন্দে সকলে খেলেছি। বরং, সবাই মিলে খুব এনজয়ও করেছি।’

দিদি নম্বর ১-এর স্টেজে ডোনা জানিয়েছে সৌরভ বেজায় পজেসিভ স্বামী। বউয়ের পারফরম্যান্স দেখে কী বলেছেন তিনি? ডোনা জানান, ব্যস্ততার জেরে রবিবারের রাতের এপিসোড টেলিভিশনে দেখা হয়নি সৌরভের এবং যেচে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া ‘দাদা’র (ডোনা এই নামেই সম্বোধন করেন সৌরভকে) থেকে পাননি তিনি। ডোনার কথায়, ‘দাদা একটু ব্যস্ত ছিল কিন্তু ও দেখে নেবে নিশ্চয়ই সময় করে। আসলে আমাদের অনেক বছর বিয়ে হয়ে গিয়েছে। ২৭ বছর বিয়ের। তার আগে ৮ বছর প্রেম করেছি। ৩৫ বছর হয়ে গিয়েছি। তাই এখন আর এগুলো নতুন করে জিজ্ঞেস করা হয় না। দাদা এপিসোডটা দেখলে তখন যদি কিছু বলে।’

দিদি নম্বর ১-এর স্টেজে সৌরভকে নিয়ে ঠিক কী বলেছে ডোনা?

মুখ্যমন্ত্রীর পাশে বসে ‘দাদা’কে নিয়ে ডোনা বলেন, ‘দাদা জানে কোনটা লোকে দেখতে ভালোবাসে। সব কথা ঠিক নয়। কিছু কথা অন-স্টেজ বানিয়েও বলে।’ পাশ থেকে মমতার টিপ্পনি-‘দাদা জানে কোন কথায় TRP বাড়বে। ও তাই সেগুলোই বলে।’ তবে সৌরভ যে বউকে নিয়ে পজেসিভ তা মেনে নেন ডোনা। বলেন তিনি কোন শাড়ি পরবেন, এমনকি শাড়ির আঁচলে যেন দু-টো ভাঁজ থাকে (এক প্লিট নয়) সেই নিয়েও কড়া নজর মহারাজের। জানান, ‘কোথায় কী পরে যাব সব ঠিক করে দেয়। এমনকী এখানে যে শাড়িটা পরে এসেছি, সেটাও সৌরভ নিজেই ঠিক করে দিয়েছে।’

(Feed Source: hindustantimes.com)