‘এখন টেস্টিং পিরিয়ড চলছে…’ বিয়ের পাত্রী খোঁজা নিয়ে রচনার সামনে একী বললেন শমীক
নিত্যদিনই চর্চায় থাকে রচনার ‘দিদি নম্বর ওয়ান’। রোজই কেউ না কেউ এসে মন খুলে নানান কথা শেয়ার করেন রচনার সঙ্গে। বাদ যান না সেলেবরাও। সম্প্রতি, ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা শমীক চক্রবর্তী। হ্য়াঁ, ঠিকই ধরেছেন ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালের মেঘের বিশেষ বন্ধু ‘যীষ্ণু সেন’-এর কথাই বলছিলাম। মা সোনালী চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ‘দিদি’র মঞ্চে এসেছিলেন শমীক। রচনার সামনেই শমীকের মা ফাঁস করলেন ছেলের বিয়ের জন্য পাত্রী দেখার কথা। ঠিক কী বলেন সোনালী চক্রবর্তী? শমীকের মা জানান, তিনি ছেলের…