Chandan Sen: টেলিসম্মানে পাওয়া টাকা ক্যানসারাক্রান্তদের জন্য দান করলেন, দিলেন অভয়ামঞ্চেও! মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ চন্দনের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানবিকতার দৃষ্টান্ত! পুরস্কারের অর্থ দিয়ে নিজের জন্য কিছু না করে, সেই সম্পূর্ণ অর্থ সমাজের কাজে উৎসর্গ করলেন অভিনেতা চন্দন সেন। সম্প্রতি ‘টেলিসম্মান অ্যাওয়ার্ড’ (Telesamman Award) প্রাপ্তির পর, পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা তিনি চারটি ভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন। অভিনেতার এই উদার মানসিকতার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাঁর সহকর্মী দেবদূত ঘোষ (Devbdut Ghosh)। বিপুল ভট্টাচার্যের লেখা একটি পোস্ট থেকে জানা যায়, চন্দন সেন এই প্রথমবার সরকারি পুরস্কারের অর্থ দান করলেন না। এর…










