Salman Khan Death Threat: ‘সলমানকে মেরে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে চাই, অনুপ্রেরণা লরেন্স বিষ্ণোই’, জেরায় আজব দাবি যুবকের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বোমা মেরে সলমান খানের (Salman Khan) গাড়ি উড়িয়ে দেবে, তাঁর বাড়িতে ঢুকে খুন করবে বলে গত সোমবার হোয়াটসঅ্যাপে এক বার্তা পায় মুম্বইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর। ফের ভাইজানকে খুনের হুমকি দেওয়ায় নড়েচড়ে বসে মুম্বই পুলিস। এরপর থেকে শুরু হয় খোঁজ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই হুমকিদাতাকে আটক ককরল মুম্বই পুলিস। জেরায় যুবকের কথা শুনে তাজ্জব পুলিস মহল। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভদোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক সলমানকে…