সোমবার ‘খুশ’ কলকাতা, শহরে রণবীর-আলিয়া, হলুদ ট্যাক্সির ‘হার্ট’-এ ‘রকি অউর রানি’
কলকাতা: সোমবার সকাল-সকাল বেজায় ‘খুশ’ তিলোত্তমা! কারণ? শহরে পা রেখেছেন বলিউডের হেভিওয়েট রণবীর সিং আর আলিয়া ভাট। উদ্দেশ্য? জুটির বহু আলোচিত আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ -র প্রচার, পাশাপাশি এদিন মুক্তি পেল দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবির গান ‘ঢিন্ডোরা বাজে রে’। এদিন আলিয়া-রণবীরের সঙ্গে ছিলেন পর্দায় আলিয়ার বাবা-মা টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় কলকাতা অভিনভাবে স্বাগত জানাল রণবীর-আলিয়াকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম ‘আইকন’ হলুদ ট্যাক্সি দিয়ে বানানো একটি হার্ট,…