আঘাত হানা ছুরির সঙ্গে মিল…সইফকে হামলার ঘটনায় অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা পুলিশ! আদালতে পেশ গুরুত্বপূর্ণ তথ্য
অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা করার সময় পুলিশ আদালতকে জানিয়েছে, সইফ আলি খানের উপর হামলা চালাতে ব্যবহার করা অস্ত্রের অংশের সঙ্গে মিলে গিয়েছে উদ্ধার হওয়া তিনটি টুকরোই। সইফ আলি খানের উপর ছুরিকাঘাতের মামলায় অভিযুক্তের জামিনের আর্জির বিরোধিতা করল মুম্বই পুলিশ। শুক্রবার পুলিশ আধিকারিকরা মুম্বই আদালতে জানিয়েছেন, অভিনেতার শিরদাঁড়ার কাছে গেঁথে থাকা ছুরির টুকরো এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোর সঙ্গে অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলামের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি ম্যাচ করে গিয়েছে। অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা করার সময় পুলিশ…