আমিরকে প্রথম ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছিলেন কে? অভিনেতা কি সত্যিই মারাত্মক খুঁতখুঁতে?
বলিউড অভিনেতা আমির খান দর্শকমহলে পরিচিত আরও এক নামে। মিস্টার পারফেকশনিস্ট। কতটা খঁতখুঁতে আমির? কতটা পারফেকশন পছন্দ তাঁর? কে তাঁকে প্রথম দিয়ে মিস্টার পারফেকশনিস্ট- এই নাম? এবিপি নেটওয়ার্ক আয়োজিত আইডিয়াজ অফ ইন্ডিয়া অনুষ্ঠানে এসে আলোচনা প্রসঙ্গে আমির নিজেই জানালেন তাঁর ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু অজানা তথ্য। আমিরকে প্রথম ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছিলেন শাবানা আজমি। কোন প্রসঙ্গে শাবানা আজমি আমির খানকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেছিলেন, সেকথাও খোলসা করে জানিয়েছে অভিনেতা। শাবানা আজমির ভাই বাবা আজমির বন্ধু ছিলেন আমির…