‘সিতারে জমিন পর’ ছবি নজর দেবে ডাউন সিনড্রোমে, বড়দিনে মুক্তি, জানালেন আমির খান
নয়াদিল্লি: ২০০৭ সালে মুক্তি পায় আমির খানের (Aamir Khan) কালজয়ী ছবি ‘তারে জমিন পর’ (Taare Zameen Par)। তার প্রায় ১৬ বছর পর ঘোষণা করা হয়, একই ধরনের সামাজিক বিষয় নিয়ে নতুন ছবি তৈরি করছেন আমির খান। ছবির নামও জানানো হয়েছে, ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)। দিন দুই আগে অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া লাইভে জানান এই ছবির বিষয় সম্পর্কেও। ‘সিতারে জমিন পর’ ছবির বিষয় কী? ‘তারে জমিন পর’ ছবি তৈরি হয়েছিল ডিসলেক্সিয়া রোগের ওপর নির্ভর করে। এই ছবির…