বন্দুক হাতে পুরনো অবতারে ফিরছেন কোয়েল, সত্যের সন্ধানে মিতিনের নতুন অভিযান
দ্বিতীয় সন্তানের জন্মের পর বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে এবার দুই সন্তান যখন কিছুটা বড় হয়ে গিয়েছে, তখন আবার পুরোদমে বড় পর্দায় ফিরতে চলেছেন কোয়েল। কিছুদিন আগেই ‘স্বার্থপর’ ছবির অসামান্য সফলতা প্রমাণ করে দিয়েছে কোয়েল এখনও নিজের জায়গা ধরে রেখেছেন আগের মতোই। এবার এই বছরের বড়দিনেই আসতে চলেছে কোয়েল মল্লিকের দ্বিতীয় ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’। খুব সম্প্রতি ছবির নাম প্রকাশ্যে এনে কোয়েল বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছিল আগামী ছবির…







