সিঁদুরখেলায় সঙ্গী কাঞ্চন, আটপৌরে শাড়িতে দেবীবরণ নববধূ শ্রীময়ীর
কলকাতা: বিয়ের পরে এই প্রথম পুজো তাঁদের। আর তাই, সিঁদুরে রাঙা হয়ে, মা দুর্গাকে বরণ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সবসময় স্ত্রীয়ের পাশে রইলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শ্রীময়ীর স্বপ্ন ছিল, তিনি বিয়ের পরে সিঁদুর খেলবেন, পালন করবেন সমস্ত রীতিনীতি। আর সেই মতোই বিয়ের পরে প্রথমবার সিঁদুরে রাঙা হলেন শ্রীময়ী। এদিন তিনি পরেছিলেন লাল পাড় সাদা সিল্কের শাড়ি। কপাল ভরা সিঁদুর, গায়ের ভারি গয়নায় এক্কেবারে অন্যরকম দেখাচ্ছিল শ্রীময়ীকে। স্ত্রীয়ের দিক থেকে যেন নজর ফেরাতে পারলেন না কাঞ্চন।…