রুপোলি পর্দায় দ্যুতি ছড়ান, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শত হস্ত দূরে এই বলি নায়ক-নায়িকারা!
বর্তমানে তারকাদের সঙ্গে অনুরাগীদের যোগাযোগের একটা বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। তবে বলিউডে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নেই। তাঁরা যোগাযোগ রাখেন না অনুরাগীদের সঙ্গে, এই তালিকায় একেবারে প্রথমেই নাম রয়েছে সেফ আলি খান (Saif Ali Khan)-এর। সেফের ইনস্টাগ্রামে কোনও অ্যাকাউন্ট নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন না। এই তালিকায় আরও যিনি রয়েছেন, তিনি রণবীর কপূর (Ranbir Kapoor)। রণবীরের সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্ট নেই। তবে রণবীর নাকি স্ত্রী আলিয়ার অ্যাকাউন্ট থেকে অনুরাগীদের মন্তব্য দেখেন।…






