দেখতে দেখতে দু মাস হয়ে গেল আরজি করের নারকীয় ঘটনার। এর মধ্যেই কলকাতাবাসী খানিক উৎসব মুখী। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতেও ধর্মতলার অনশন মঞ্চে আরমণ অনশনে সাতজন চিকিৎসক। বোধনের দিনে টনক নড়ে রাজ্য সরকারের। আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠায় স্বাস্থ্যভবন। আপতত বৈঠক চলছে।
ওদিকে ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপ থেকে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দেওয়ায় নয়জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হল কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের কাছে। রাজ্যের এমন উত্তপ্ত আর মন খারাপে ঘের পরিস্থিতিতে মন ভালো নেই সুদীপ্তা চক্রবর্তীর।
আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তিনি। শুরুর দিন থেকে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছেন। কাঞ্চন মল্লিকের কটাক্ষের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়েছেন। এদিন সুদীপ্তা জানালেন, ছোটবেলার থেকে এই প্রথম দুর্গা ষষ্ঠীর দিন নতুন জামা গায়ে ঠেকাননি তিনি।
সুদীপ্তা লেখেন, ‘মা বলেন পুজোর ষষ্ঠীর দিন নতুন জামা পরতেই হয়। ছোটবেলা থেকে এটাই জেনে আর মেনে এসেছি। এই প্রথম দুর্গাপূজা…. ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না। আমার মত করে এটাই আমার প্রতিবাদ। কিছু কিনিনি ও। ইচ্ছে ও করেনি।’ সুদীপ্তার পোস্টে সমর্থন জানিয়ে, অনেকে বলেছেন- ‘এই বছর নতুন জামা কিনিওনি, পরিওনি।’
মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফিরুন’ মন্তব্য়ের বিরোধিতা করেছিলেন সুদীপ্তা। জানিয়েছিলেন, ‘উৎসবে ফিরছি না’। নিজের কথার দাম রেখেছেন তিনি। দু-দিন আগেই পুজোর উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে পরোক্ষে কটাক্ষ করতেও ছাড়েননি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। তিনি লিখেছিলেন, ‘ওটা ডাক্তারদের সমস্যা, ডাক্তাররা বুঝে নেবেন। সবাই উৎসবে ফিরুন দয়া করে। উদ্বোধন হয়ে গেছে অনেকগুলো পুজোই। বাকিগুলো তে Art Walk চলছে।’ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবি আঁকাকে বিঁধেই এই পোস্ট, তা বুঝতে অসুবিধা হয়নি কারুর।
আরজি করের জুনিয়রদের পাশে দাঁড়িয়ে সিনিয়রদের ডিউটি থেকে ইস্তফা হোক বা অনশন মঞ্চ থেকে অনশনরত চিকিৎসকদের মর্মস্পর্শী ভিডিয়ো পোস্ট, সুদীপ্তার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই প্রতিবাদ। দুর্গা পুজোর উৎসবে যোগ না দিলেও সমাজ শোধনের উৎসবে সামিল হয়েছেন তিনি।
(Feed Source: hindustantimes.com)