Chhorii 2 Movie Review: এ যেন ভৌতিক ছবির মাস্টারপিস, তুখোড় অভিনয়ে নজর কাড়লেন নুসরত ভারুচা এবং সোহা আলি খান? কেমন হল ‘ছোড়ি ২’?
Chhorii 2 Movie Review: ‘ছোড়ি ২’ আসলে ভূতের গল্প। কিন্তু এই ছবির ভূত আসলে প্যারানর্ম্যাল সত্তা। আর সেগুলি হল সামাজিক রীতি, পুরুষতান্ত্রিক পচন ধরা রীতি-নীতি এবং যুগ যুগ ধরে চলে আসা হিংসা-দ্বেষ। মুম্বই: বিগত কয়েক দশক ধরে ভৌতিক ধারার ছবির সঙ্গে যেন গাঁটছড়া বেঁধে নিয়েছে হিন্দি সিনেমা। সেই একই ধরনের ভূতুড়ে হাভেলি, আলো-আঁধারি করিডোর কিংবা ভয়ানক চিৎকারের আওয়াজ – এই সবই যেন এই ধারার ছবির মূল নির্যাস হয়ে উঠেছে। তবে এই ধরনের দৃশ্য থেকে বেরিয়ে আসার সাহস দেখাতে পেরেছিল…