Detective Charulata Trailer: মরা মানুষ ফিরে এসে চালাচ্ছে হত্যালীলা, মগজাস্ত্র কি পারবে খুনি ধরতে? অতিপ্রাকৃত আর বাস্তবের মিশেলে পর্দায় এল ‘ডিটেকটিভ চারুলতা’-র মন ছুঁয়ে যাওয়া ট্রেলার
ইস্ট ইন্ডিয়া টকিজ ও হোয়াইট আউল এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিজটি পরিচালনা করছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবমাল্য গুপ্তা, অনুজয় চট্টোপাধ্যায়, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা মজুমদার, চৈতি ঘোষাল, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার এবং সবুজ বর্ধনের মতো অভিনেতা-অভিনেত্রীদের। চৈতী ঘোষাল ‘ডিটেক্টিভ চারুলতা’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় নিজেই। গল্প এবং সংলাপ লিখেছেন সৌমিত দেব। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অনির। সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন শুভদীপ…

