গাড়ি-বাড়ি বিক্রি, মোটা চেহারা! ফিরছেন আমির খানের ভাগ্নে ইমরান খান, কোন সিনেমা?

গাড়ি-বাড়ি বিক্রি, মোটা চেহারা! ফিরছেন আমির খানের ভাগ্নে ইমরান খান, কোন সিনেমা?

অভিনেতা হিসেবে জানে তু ইয়া জানে না অভিনেতা ইমরান খান খুব কম সময়ে জায়গা করে নিয়েছেন দর্শক মনে। তবে দীর্ঘদিন তিনি ক্যামেরা থেকে দূরে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, ওজন বেড়ে গিয়েছে তাঁর। যা নিয়ে হয় মারাত্মক ট্রোল। এমনকী, ভুগছেন অর্থকষ্টে বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তিনি নিজেও জানান, বড় ফ্ল্যাট, দামি গাড়ি বিক্রি করে এখন থাকেন এক কামড়ার ফ্ল্যাটে। সঙ্গে স্ত্রী অবন্তিকার সঙ্গেও ডিভোর্সের মামলা চলছে বহু বছর ধরে।

ইমরান খানের আরেক পরিচয় তিনি আমির খানের ভাগ্নে। মাঝে মামা-ভাগ্নের মধ্যে সব ঠিক নেই বলেই খবর হত। তবে রিপোর্ট, অভিনয়ে ফিরছেন ইমরান। আমির খান প্রযোজিত একটি ছবিতেই অভিনেতা পেয়েছেন সুযোগ। পিপিং মুনের নতুন প্রতিবেদন অনুসারে, অভিনেতা হ্যাপি প্যাটেল নামে একটি কমেডি সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করতে চলেছেন বিনোদনের দুনিয়ায়।

আমির খানের প্রযোজনায় ইমরান খানের নতুন প্রোজেক্ট:

সূত্রের খবর, ‘গত বছর সিনেমায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার আট মাস পর অবশেষে কামব্যাক প্রোজেক্ট হাতে পেয়েছেন ইমরান। তিনি আমির খান প্রোডাকশনস প্রযোজিত একটি কৌতুক সিনেমায় হ্যাপি প্যাটেলের চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই গোয়ায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।’

প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে, হ্যাপি প্যাটে দিয়ে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন বীর দাস। আমির খানের প্রযোজনায় ‘দিল্লি বেলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান ও বীর।

ডিজনি প্লাস হটস্টারের একটি স্পাই সিরিজ দিয়ে ইমরানের প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল। যেখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতেন। চলচ্চিত্র নির্মাতা আব্বাস টায়ারওয়ালা সিরিজটি তৈরি করছিলেন। তবে গত বছর হটস্টার জিও অধিগ্রহণ করার পরে প্রকল্পটি বাতিল করা হয়। ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে বা করা হয়েছে, আমি একরকম খুশি যে সেটা হয়নি। আমি এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই না যে বন্দুক দিয়ে সমস্যার সমাধান করে।’

ইমরান খান প্রসঙ্গে:

বলিউড অভিনেতা আমির খানের ভাতিজা ইমরান খান। তিনি মনসুর খানের ১৯৮৮ সালের রোমান্টিক সিনেমা কেয়ামত সে কেয়ামত তক এবং ১৯৯২ সালে রম কম জো জিতা ওহি সিকান্দরে আমিরের সঙ্গে কাজ করেন। ইমরান জেনেলিয়া ডি’সুজার সঙ্গে জানে তু ইয়া জানে না ছবিতে প্রধান অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। ইমরানকে সর্বশেষ দেখা গিয়েছিল কাট্টি বাট্টি ছবিতে, যেটি কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং ২০১৫ সালে মুক্তি পেয়েছিল।

(Feed Source: hindustantimes.com)