‘পয়জন বেবি’তে ৫২-র মালাইকার শরীরী হিল্লোলের সামনে ফিকে রশ্মিকা!
তিনি বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম ‘বদনাম’ হওয়ার ভয় কোনওদিনই তাঁর নেই। তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাঁকে ভাবায় না। কথা হচ্ছে মালাইকা আরোরার। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা ফের একবার আইটেম গানে ফাটাফাটি নেচে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়ালেন। থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান পয়জন বেবি সামনে এসেছে। আর সেই গানে মালাইকা অরোরার ঠুমকায় কুপোকাত সকলে। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো এই ডান্স, মালাইকার শরীরী মোচড়ের সামনে রুশ্মিকা মান্দানা হালে পানি পাননি। জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন…









