ব্রেকআপের পর বুঝেছেন ভালোবাসার আসল মানে, অর্জুন বললেন, ‘আদর্শ সম্পর্ক বলতে…’,
বিগত কয়েক বছরে মালাইকার সঙ্গে সম্পর্কে থাকার কারণে বহু উপহাসের সম্মুখীন হতে হয়েছিল অর্জুন কাপুরকে। মালাইকার ঘর ভাঙ্গার পেছনে অর্জুনের হাত রয়েছে, একথা শোনার পরেও মালাইকার সঙ্গে সম্পর্ক ছিলেন তিনি। তবে ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ থেকে ২০২৪, এই দীর্ঘ সময়ে একটি সম্পর্কে থাকাকালীন তিনি যে ভালোবাসার মানে বুঝতে পারেননি, তা তিনি বুঝেছেন ব্রেকআপের পর। সম্পাদি অভিনেতা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ নামক সিনেমার প্রচারের জন্য ভীষণ ব্যস্ত। সিনেমাটি ২১ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বড় পর্দায় মুক্তি পাবে। কমেডির…









