Diljit Dosanjh: অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম, দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের ডাক নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’ (KBC 17)-এর সেটে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন। সেই ক্লিপটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই দিলজিতের এই বিনয়ী আচরণের প্রশংসা করেন। নিষিদ্ধ খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন দাবি করেছেন যে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে দিলজিৎ ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় যাঁরা প্রাণ হারান তাঁদের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন। খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ এবং অন্যান্য কিছু মহল অমিতাভ বচ্চনের বিরুদ্ধে…

)







